এই লিঙ্কটি কপি করে আমার HTML এর body ট্যাগের নিচে বসিয়ে দিলাম এবং আমাদের যে জেএস ফাইল আছে সেখানে type=”text/babel” করে দিলাম।

এখন এটা যেহেতু JSX, তাই আমরা এখানে জাভাস্ক্রিপ্টও লিখতে পারবো যা ইচ্ছে হবে। তো চলুন আমরা এই সিনট্যাক্সটাকে আরো সহজ করে ফেলি। প্রথমে এটাকে একটা জেএস ফাংশনের মধ্যে নিয়ে আসি।

\\\"What

এখানে খেয়াল করুন, myElement tare আমি শুধু Increment নামক একটা ফাংশনের মধ্যে নিয়ে এসেছি এবং Increment ফাংশনকে এভাবে করে দিয়ে React-এ আরো সহজ করে লেখা যায়। এখন আমরা এখানে জেএসও লিখতে পারবো, আমরা যদি আগের জেএস কোডটি দিয়ে এখানে কাজ করতাম, তাহলে কাজ করতো। কিন্তু React বলছে যে, তুমি যদি আমার উপায়ে স্টেট ম্যানেজমেন্ট করতে চাও, তাহলে তোমাকে UI আপডেট নিয়ে ভাবতে হবে না। তাই React-এ useState নামে তারা একটা ফাংশন দেয়, সেটা ব্যবহার করে কীভাবে করা যায় সেটাই দেখাচ্ছি।

এই useState আমাদের increment বাটনের স্টেটের কাজ করবে। useState এ ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিতে হয়, যা আমাদের স্টেটে ডিফল্ট শো করবে, এই ক্ষেত্রে আমাদের দিতে হবে 0। useState এই ফাংশন মূলত আমাদের একটা অ্যারে রিটার্ন করে, যেখানে ২টা জিনিস থাকে — একটা হলো আমরা যে ভ্যালুটি দিচ্ছি, আরেকটা হলো একটা ফাংশন যা স্টেটের মান আপডেট করার কাজটি করে থাকে। এখন তাই আমরা অ্যারে ডেস্ট্রাকচার করে আলাদা করে নিয়ে নিয়েছি।

\\\"What

এখন আমরা চাইলে counter যেহেতু আমাদের ইনিশিয়াল ভ্যালু তাই, এখন রিটার্নের পর 0 এর জায়গায় চাইলে {counter} এভাবে দিতে পারি। এটাকে বলা হয় ইন্টারপোলেশন। এখন counter এর মান ডায়নামিকালি চেঞ্জ হয়ে যাবে। আর বাটনে onClick (এটা যেহেতু JSX, তাই এখানে ক্যামেলকেস ফলো করে লিখতে হবে যেমন onClick) একটি ফাংশনালিটি বলে দিতে হবে।

\\\"What

এভাবে যদি দেই, তাহলে হয়ে গেলো, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমি যদি setCounter এই ফাংশনটা এভাবে কল করে দিই, তাহলে এটা আগেই থেকে কল হয়ে থাকবে, যা আমরা চাই না। আমরা চাই যে, যখন কেউ বাটনে ক্লিক করবে তখনই এর মান বাড়বে। সেজন্য আমাদের একটা অ্যানোনিমাস অ্যারো ফাংশন করে দিতে হবে, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে।

\\\"What

এখন আপনি যদি খেয়াল করেন যে এখানে আমরা কিন্তু ডোমের কোনো এলিমেন্টকে ধরে ম্যানুয়ালি UI আপডেট করি নি, এখানে শুধু React-কে বলেছি আমরা কী চাই, বাকি React নিজেই UI আপডেট করে দিয়েছে।

এখন যখন আমরা JS-এর উদাহরণ দিয়েছিলাম, তখন JS-এ আমাদের মেজর যে সমস্যা ছিল, তা হলো — ম্যানুয়ালি UI আপডেট করতে হয়। আমরা যদি অ্যাপ্লিকেশনটি আরেকবার ব্যবহার করতে চাই, তাহলে আমাদের আবার একই কাজ বারবার করতে হতো।

কিন্তু React-এ এই দুটি সমস্যাই সমাধান করে দেওয়া হয়েছে। আমরা দেখলাম কীভাবে ম্যানুয়ালি UI আপডেট না করে React কীভাবে কাজ করে, এখন আমরা দেখব যে যদি এই অ্যাপ্লিকেশনটি আমাদের ২-৩ জায়গায় ব্যবহার করতে হয়, তখন React কীভাবে সাহায্য করে।

\\\"What

এখানে দেখেন, আমি শুধু <> এর মধ্যে increment function টাকে 2 বার কল করে দিচ্ছি, কাজ শেষ। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি ২টি অ্যাপ্লিকেশন আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবেন, মানে আলাদা আলাদা ভাবে state manage হবে। মানে আপনি বুঝতে পারছেন, আপনি চাইলে পুরো ওয়েবসাইটের যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, তাও আবার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা আলাদা আলাদা হবে, মানে একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত নয়। This is the power of Reactjs.

মূল কথা হলো React-এ আপনার functionality কী হবে সেটা আপনি বলবেন এবং React সেটা অনুসরণ করে নিজেই UI আপডেট করে নেবে। This is the beauty of ReactJS।

তাহলে আমরা এতক্ষণে React কী? কেন আমরা React ব্যবহার করি? কোন সমস্যা সমাধান করতে React এসেছে, সেটা এখন পুরোপুরি বুঝতে পারছি। ইন্টারভিউ বোর্ডে আর আপনাকে এমন প্রশ্ন করে আটকে রাখতে পারবে না। এতটুকু ধৈর্য ধরে সম্পূর্ণ পড়া সহজ কাজ না, ভাইয়া। আপনি এটা করে ফেলেছেন, আপনার জন্য শুভকামনা।

Happy Coding!

","image":"http://www.luping.net/uploads/20250324/174281619167e143bf8e8e0.jpg174281619167e143bf8e8e8.png","datePublished":"2025-03-25T02:10:31+08:00","dateModified":"2025-03-25T02:10:31+08:00","author":{"@type":"Person","name":"luping.net","url":"https://www.luping.net/articlelist/0_1.html"}}
”工欲善其事,必先利其器。“—孔子《论语.录灵公》
首页 > 编程 > 什么是反应及其运作方式?

什么是反应及其运作方式?

发布于2025-03-25
浏览:622

React is a Javascript Library for building user interfaces. এখন দুটি জিনিস গুরুত্বপূর্ণ, একটি হলো Javascript Library, আরেকটি হলো user interfaces। Library হলো কিছু collection of code, যেটা reused করে আমরা আমাদের application বানাতে পারি। React ও কিছু collection of code যেটা use করে আমরা আমাদের web application থেকে শুরু করে mobile, desktop application আর user interface বানাতে পারি।

যখনই আমরা একটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি, তখন মূলত এর দুটি অংশ থাকে। একটি হলো ফ্রন্টএন্ড (মানে ইউজার ইন্টারফেস), আরেকটি হলো ব্যাকএন্ড, যেখানে সমস্ত লজিক থাকে।
ফ্রন্টএন্ড হলো সেই অংশ যেখানে ইউজার ইন্টারঅ্যাকশন করে, যেমন ব্রাউজ করে, বাটন ক্লিক করে, ফর্ম সাবমিট করে ইত্যাদি। তখন আমাদের ফ্রন্টএন্ড সেটাকে রেসপন্স করে ব্যাকএন্ড-এর সাহায্যে।
আর ব্যাকএন্ড-এ থাকে প্রচুর জটিল লজিক এবং ডাটা, যেমন অথেনটিকেশন, অথরাইজেশন, ডাটা ম্যানিপুলেশন ইত্যাদি।
কিন্তু React ব্যাকএন্ড নিয়ে একদমই concern না । React শুধুমাত্র ইউজার ইন্টারফেস নিয়েই কাজ করে।

এখন যদি ওয়েব নিয়ে কথা বলি, আমরা জানি Javascript হলো ব্রাউজারের ডিফল্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু React কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা শুধু একটি Javascript Library।
তার মানে, আমরা React-এ যা কিছুই করি না কেন, শেষ পর্যন্ত সেটা pure vanilla Javascript ছাড়া আর কিছুই না।

আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। React তো ভাইয়া ২০১৩ সালে এসেছে, তাহলে কি আমরা এর আগে user interface বানাতাম না?
হ্যাঁ, আমরা এর আগেও বানাতাম pure Javascript আর jQuery দিয়ে।
এখন প্রশ্ন হলো, তাহলে আবার React এলো কেন? Javascript দিয়ে কী সমস্যা হতো?
আসলে React কোন সমস্যার সমাধান করতে এসেছে তা বুঝতে হলে আমাদের একটু গভীরে ঢুকতে হবে। চলুন, একটা deep dive দেই...!

আমরা একটা ছোট অ্যাপ্লিকেশন দিয়ে দেখব। আমরা একটা ছোট counter application বানিয়ে ফেলব, নিচে দেখছেন, সিম্পল একটা HTML কোড যেখানে counterNumber ও button নামে দুটি id দেওয়া হয়েছে।

What is React and How it works ?

আপনি এখন JavaScript কোডের ছবিটি একটু খেয়াল করুন, সেখানে একটি সহজ কোড রয়েছে। এই কোডটি আপনাকে বুঝানো আমার উদ্দেশ্য নয়। আমি যা বুঝাতে চাচ্ছি, সেটা একটু খেয়াল করুন।

What is React and How it works ?

counterNumber এবং button কে DOM Elements করে সিলেক্ট করা হয়েছে, তারপর addEventListener দিয়ে কাউন্টের মান ১ করে ইনক্রিমেন্ট করা হয়েছে। তারপরে counterNumberEl কে ধরে সেখানে তার মান আপডেট করা হয়েছে। এখানে আসলে কী হচ্ছে? ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে, এখানে মূলত দুটি কাজ হচ্ছে:

১. Elements গুলোকে ধরে তাদের সাথে কাজ করা, যা আমরা করতে চাই।
২. UI (User Interface) কে ধরে সেটি আপডেট করা।

তাহলে, এখানে সমস্যা কী? কোড তো কাজ করছে! তবে, ধরুন আপনার দুইটা counter application লাগবে। তখন কী করবেন?

আপনাকে আবার সেই HTML-এ গিয়ে নতুন একটি div নিতে হবে, নতুন id গুলো দিয়ে আলাদাভাবে ধরতে হবে। এরপর পরবর্তীতে UI আপডেট করতে হবে।

এখন, আমি শুধু দুইটা counter application এর কথা বলছি, কিন্তু যখন অনেক বেশি ইন্টারঅ্যাকশন ও কমপ্লেক্স উআই থাকবে তখন তো ডেভেলপারদের ফেটে যাবে। এইটাই হচ্ছে মূল সমস্যা! আপনি একদিকে functionality তৈরি করছেন, আর অন্যদিকে UI আপডেট করতে হচ্ছে, যেটা অনেক painful হয়ে যায়।

এই বিশাল সমস্যাটি ফেইসবুকের মতো একটা কোম্পানি যখন ফেস করলো, তখন ফেইসবুকের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার Jordan Walke 2011 সালে PHP এর একটা Component Based Framework XHP-js থেকে ইন্সপায়ার হয়ে React.js তৈরি করেন। 2011 সালে এটা প্রথম ফেসবুকের নিউজফিডে ইম্পিলিমেন্ট করা হয় এবং ২০১২ সালে এটা ইন্সটাগ্রামে ব্যবহার করা হয়। ২০১৩ সালে React.js কে ওপেন সোর্স করে দেয়.

আমরা তো এখন জানি কেন আমরা রিঅ্যাক্ট ব্যবহার করি। তো চলুন, এখন আমরা যে কাউন্টার অ্যাপ্লিকেশনটা ভ্যানিলা জেএস দিয়ে করেছিলাম, সেটা এখন রিঅ্যাক্ট ব্যবহার করে করি। তাহলে আপনাদের কনফিডেন্স আরো বেড়ে যাবে যে রিঅ্যাক্ট আসার পর ডেভেলপারদের জীবন কতটা সহজ হয়ে গেছে। চলুন কোডে যাওয়া যাক…

প্রথমেই বলে নেই, এখন আমি যেভাবে রিঅ্যাক্ট ইনস্টল করে উদাহরণটা দেখাবো, সেটা আপনাদের সুবিধার জন্য, কিন্তু রিঅ্যাক্ট আমরা প্রজেক্টে এভাবে কেউ ব্যবহার করে না। আমি শুধু বুঝানোর সুবিধার জন্য একদম কোর লেভেল থেকে যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্যই এমনভাবে দেখানো।

What is React and How it works ?

এখানে আমি শুধু react.org সাইট থেকে তারা যেভাবে বলছে সেভাবে এই লিঙ্ক দিয়ে রিঅ্যাক্ট কনেক্ট করেছি। এখন যদি আমি react.js ফাইলে গিয়ে console.log(React) এবং console.log(ReactDOM) লিখি, তাহলে কনসোলে দেখতে পাবো ২টা অবজেক্ট চলে এসেছে, তার মানে আমাদের রিঅ্যাক্ট কানেক্ট হয়ে গেছে। খেয়াল করুন, এখানে body ট্যাগের মধ্যে একটি এম্পটি div ছাড়া আর কিছুই নেই, শুধু একটি id রয়েছে যার নাম root।

What is React and How it works ?

JavaScript এ DOM দিয়ে আমরা যেভাবে প্রথমে সিলেক্টর দিয়ে ধরে কাজ করেছিলাম, আমরা চাইলে DOM এ এলিমেন্টও ক্রিয়েট করতে পারি। ঠিক একইভাবে আমরা রিঅ্যাক্টে ও সেইভাবে এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। এখানে একটা div ক্রিয়েট করা হয়েছে, তার মধ্যে p ট্যাগ নিয়ে Hello World প্রিন্ট করা হয়েছে। এটা আপাতত কোন সমস্যা না দেখালেও, যখন আপনি অনেকগুলো এলিমেন্ট ক্রিয়েট করবেন, তখন তো জীবন শেষ! সেই একই কাজ বার বার তো এটা একটা সমস্যা। এজন্য রিঅ্যাক্ট তার নিজস্ব একটা মার্কআপ বানিয়েছে, যার নাম JSX (JavaScript XML)। এটা HTML এর মতো দেখালেও, এটা আসলে JSX।

What is React and How it works ?

এই যে উপরের চিত্রে দেখতে পাচ্ছেন কীভাবে লেখা হয়েছে। কিন্তু কথা হলো, ব্রাউজার তো ভাই এই JSX বুঝবে না। তাই এই সমস্যাটা সমাধান করতে আমাদের ট্রান্সপাইলার Babel এসেছে, যা আমাদের এই JSX কে ট্রান্সপাইল করে ভ্যানিলা জেএস করে দেবে, যা ব্রাউজার বুঝবে।

Babel কনেক্ট করার জন্য আমাদের তার ওয়েবসাইট > সেটআপ > এই লিঙ্কটি কপি করে আমার HTML এর body ট্যাগের নিচে বসিয়ে দিলাম এবং আমাদের যে জেএস ফাইল আছে সেখানে type=”text/babel” করে দিলাম।

এখন এটা যেহেতু JSX, তাই আমরা এখানে জাভাস্ক্রিপ্টও লিখতে পারবো যা ইচ্ছে হবে। তো চলুন আমরা এই সিনট্যাক্সটাকে আরো সহজ করে ফেলি। প্রথমে এটাকে একটা জেএস ফাংশনের মধ্যে নিয়ে আসি।

What is React and How it works ?

এখানে খেয়াল করুন, myElement tare আমি শুধু Increment নামক একটা ফাংশনের মধ্যে নিয়ে এসেছি এবং Increment ফাংশনকে এভাবে করে দিয়ে React-এ আরো সহজ করে লেখা যায়। এখন আমরা এখানে জেএসও লিখতে পারবো, আমরা যদি আগের জেএস কোডটি দিয়ে এখানে কাজ করতাম, তাহলে কাজ করতো। কিন্তু React বলছে যে, তুমি যদি আমার উপায়ে স্টেট ম্যানেজমেন্ট করতে চাও, তাহলে তোমাকে UI আপডেট নিয়ে ভাবতে হবে না। তাই React-এ useState নামে তারা একটা ফাংশন দেয়, সেটা ব্যবহার করে কীভাবে করা যায় সেটাই দেখাচ্ছি।

এই useState আমাদের increment বাটনের স্টেটের কাজ করবে। useState এ ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিতে হয়, যা আমাদের স্টেটে ডিফল্ট শো করবে, এই ক্ষেত্রে আমাদের দিতে হবে 0। useState এই ফাংশন মূলত আমাদের একটা অ্যারে রিটার্ন করে, যেখানে ২টা জিনিস থাকে — একটা হলো আমরা যে ভ্যালুটি দিচ্ছি, আরেকটা হলো একটা ফাংশন যা স্টেটের মান আপডেট করার কাজটি করে থাকে। এখন তাই আমরা অ্যারে ডেস্ট্রাকচার করে আলাদা করে নিয়ে নিয়েছি।

What is React and How it works ?

এখন আমরা চাইলে counter যেহেতু আমাদের ইনিশিয়াল ভ্যালু তাই, এখন রিটার্নের পর 0 এর জায়গায় চাইলে {counter} এভাবে দিতে পারি। এটাকে বলা হয় ইন্টারপোলেশন। এখন counter এর মান ডায়নামিকালি চেঞ্জ হয়ে যাবে। আর বাটনে onClick (এটা যেহেতু JSX, তাই এখানে ক্যামেলকেস ফলো করে লিখতে হবে যেমন onClick) একটি ফাংশনালিটি বলে দিতে হবে।

What is React and How it works ?

এভাবে যদি দেই, তাহলে হয়ে গেলো, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমি যদি setCounter এই ফাংশনটা এভাবে কল করে দিই, তাহলে এটা আগেই থেকে কল হয়ে থাকবে, যা আমরা চাই না। আমরা চাই যে, যখন কেউ বাটনে ক্লিক করবে তখনই এর মান বাড়বে। সেজন্য আমাদের একটা অ্যানোনিমাস অ্যারো ফাংশন করে দিতে হবে, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে।

What is React and How it works ?

এখন আপনি যদি খেয়াল করেন যে এখানে আমরা কিন্তু ডোমের কোনো এলিমেন্টকে ধরে ম্যানুয়ালি UI আপডেট করি নি, এখানে শুধু React-কে বলেছি আমরা কী চাই, বাকি React নিজেই UI আপডেট করে দিয়েছে।

এখন যখন আমরা JS-এর উদাহরণ দিয়েছিলাম, তখন JS-এ আমাদের মেজর যে সমস্যা ছিল, তা হলো — ম্যানুয়ালি UI আপডেট করতে হয়। আমরা যদি অ্যাপ্লিকেশনটি আরেকবার ব্যবহার করতে চাই, তাহলে আমাদের আবার একই কাজ বারবার করতে হতো।

কিন্তু React-এ এই দুটি সমস্যাই সমাধান করে দেওয়া হয়েছে। আমরা দেখলাম কীভাবে ম্যানুয়ালি UI আপডেট না করে React কীভাবে কাজ করে, এখন আমরা দেখব যে যদি এই অ্যাপ্লিকেশনটি আমাদের ২-৩ জায়গায় ব্যবহার করতে হয়, তখন React কীভাবে সাহায্য করে।

What is React and How it works ?

এখানে দেখেন, আমি শুধু > এর মধ্যে increment function টাকে 2 বার কল করে দিচ্ছি, কাজ শেষ। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি ২টি অ্যাপ্লিকেশন আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবেন, মানে আলাদা আলাদা ভাবে state manage হবে। মানে আপনি বুঝতে পারছেন, আপনি চাইলে পুরো ওয়েবসাইটের যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, তাও আবার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা আলাদা আলাদা হবে, মানে একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত নয়। This is the power of Reactjs.

মূল কথা হলো React-এ আপনার functionality কী হবে সেটা আপনি বলবেন এবং React সেটা অনুসরণ করে নিজেই UI আপডেট করে নেবে। This is the beauty of ReactJS।

তাহলে আমরা এতক্ষণে React কী? কেন আমরা React ব্যবহার করি? কোন সমস্যা সমাধান করতে React এসেছে, সেটা এখন পুরোপুরি বুঝতে পারছি। ইন্টারভিউ বোর্ডে আর আপনাকে এমন প্রশ্ন করে আটকে রাখতে পারবে না। এতটুকু ধৈর্য ধরে সম্পূর্ণ পড়া সহজ কাজ না, ভাইয়া। আপনি এটা করে ফেলেছেন, আপনার জন্য শুভকামনা।

Happy Coding!

版本声明 本文转载于:https://dev.to/kawsarkabir/what-is-react-and-how-it-works--gcd?1如有侵犯,请联系[email protected]删除
最新教程 更多>
  • CSS强类型语言解析
    CSS强类型语言解析
    您可以通过其强度或弱输入的方式对编程语言进行分类的方式之一。在这里,“键入”意味着是否在编译时已知变量。一个例子是一个场景,将整数(1)添加到包含整数(“ 1”)的字符串: result = 1 "1";包含整数的字符串可能是由带有许多运动部件的复杂逻辑套件无意间生成的。它也可以是故意从单个真理...
    编程 发布于2025-04-19
  • 哪种方法更有效地用于点 - 填点检测:射线跟踪或matplotlib \的路径contains_points?
    哪种方法更有效地用于点 - 填点检测:射线跟踪或matplotlib \的路径contains_points?
    在Python Matplotlib's path.contains_points FunctionMatplotlib's path.contains_points function employs a path object to represent the polygon.它...
    编程 发布于2025-04-19
  • FastAPI自定义404页面创建指南
    FastAPI自定义404页面创建指南
    response = await call_next(request) if response.status_code == 404: return RedirectResponse("https://fastapi.tiangolo.com") else: ...
    编程 发布于2025-04-19
  • 如何在Java的全屏独家模式下处理用户输入?
    如何在Java的全屏独家模式下处理用户输入?
    Handling User Input in Full Screen Exclusive Mode in JavaIntroductionWhen running a Java application in full screen exclusive mode, the usual event ha...
    编程 发布于2025-04-19
  • 在C#中如何高效重复字符串字符用于缩进?
    在C#中如何高效重复字符串字符用于缩进?
    在基于项目的深度下固定字符串时,重复一个字符串以进行凹痕,很方便有效地有一种有效的方法来返回字符串重复指定的次数的字符串。使用指定的次数。 constructor 这将返回字符串“ -----”。 字符串凹痕= new String(' - ',depth); console.Wr...
    编程 发布于2025-04-19
  • 在JavaScript中如何并发运行异步操作并正确处理错误?
    在JavaScript中如何并发运行异步操作并正确处理错误?
    同意操作execution 在执行asynchronous操作时,相关的代码段落会遇到一个问题,当执行asynchronous操作:此实现在启动下一个操作之前依次等待每个操作的完成。要启用并发执行,需要进行修改的方法。 第一个解决方案试图通过获得每个操作的承诺来解决此问题,然后单独等待它们: co...
    编程 发布于2025-04-19
  • 使用AJAX下载MVC表单生成的Excel文件方法
    使用AJAX下载MVC表单生成的Excel文件方法
    在MVC中通过AJAX下载Excel文件 处理MVC中的大型表单时,可能需要生成一个Excel文件,其中包含表单特定子集的数据,而不会影响其余部分。AJAX通过允许您向服务器发出部分请求来为此提供解决方案。 无法直接下载Excel文件 不幸的是,您无法直接通过AJAX返回要下载的文件。相反,请探索...
    编程 发布于2025-04-19
  • 如何处理PHP文件系统功能中的UTF-8文件名?
    如何处理PHP文件系统功能中的UTF-8文件名?
    在PHP的Filesystem functions中处理UTF-8 FileNames 在使用PHP的MKDIR函数中含有UTF-8字符的文件很多flusf-8字符时,您可能会在Windows Explorer中遇到comploreer grounder grounder grounder gro...
    编程 发布于2025-04-19
  • 如何解决AppEngine中“无法猜测文件类型,使用application/octet-stream...”错误?
    如何解决AppEngine中“无法猜测文件类型,使用application/octet-stream...”错误?
    appEngine静态文件mime type override ,静态文件处理程序有时可以覆盖正确的mime类型,在错误消息中导致错误消息:“无法猜测mimeType for for file for file for [File]。 application/application/octet...
    编程 发布于2025-04-19
  • 左连接为何在右表WHERE子句过滤时像内连接?
    左连接为何在右表WHERE子句过滤时像内连接?
    左JOIN CONUNDRUM:WITCHING小时在数据库Wizard的领域中变成内在的加入很有趣,当将c.foobar条件放置在上面的Where子句中时,据说左联接似乎会转换为内部连接。仅当满足A.Foo和C.Foobar标准时,才会返回结果。为什么要变形?关键在于其中的子句。当左联接的右侧值...
    编程 发布于2025-04-19
  • Go web应用何时关闭数据库连接?
    Go web应用何时关闭数据库连接?
    在GO Web Applications中管理数据库连接很少,考虑以下简化的web应用程序代码:出现的问题:何时应在DB连接上调用Close()方法?,该特定方案将自动关闭程序时,该程序将在EXITS EXITS EXITS出现时自动关闭。但是,其他考虑因素可能保证手动处理。选项1:隐式关闭终止数...
    编程 发布于2025-04-19
  • Java中Lambda表达式为何需要“final”或“有效final”变量?
    Java中Lambda表达式为何需要“final”或“有效final”变量?
    Lambda Expressions Require "Final" or "Effectively Final" VariablesThe error message "Variable used in lambda expression shou...
    编程 发布于2025-04-19
  • 在Go语言中如何将结构体切片转换为空接口切片?
    在Go语言中如何将结构体切片转换为空接口切片?
    将structs的切片转换为空接口的切片*mystruct var dest []接口{} dest = src //编译错误此错误之所以出现,是因为编译器将两种类型标识为不兼容。要解决这个问题,必须手动复制每个元素:_,s:= range src { dest = append(dest...
    编程 发布于2025-04-19
  • 为什么我的CSS背景图像出现?
    为什么我的CSS背景图像出现?
    故障排除:CSS背景图像未出现 ,您的背景图像尽管遵循教程说明,但您的背景图像仍未加载。图像和样式表位于相同的目录中,但背景仍然是空白的白色帆布。而不是不弃用的,您已经使用了CSS样式: bockent {背景:封闭图像文件名:背景图:url(nickcage.jpg); 如果您的html,css...
    编程 发布于2025-04-19
  • Python高效去除文本中HTML标签方法
    Python高效去除文本中HTML标签方法
    在Python中剥离HTML标签,以获取原始的文本表示 仅通过Python的MlStripper 来简化剥离过程,Python Standard库提供了一个专门的功能,MLSTREPERE,MLSTREPERIPLE,MLSTREPERE,MLSTREPERIPE,MLSTREPERCE,MLST...
    编程 发布于2025-04-19

免责声明: 提供的所有资源部分来自互联网,如果有侵犯您的版权或其他权益,请说明详细缘由并提供版权或权益证明然后发到邮箱:[email protected] 我们会第一时间内为您处理。

Copyright© 2022 湘ICP备2022001581号-3