」工欲善其事,必先利其器。「—孔子《論語.錄靈公》
首頁 > 程式設計 > 關於 JavaScript 函數

關於 JavaScript 函數

發佈於2024-11-04
瀏覽:994

What We Will Learn?

  1. What Is Function
  2. Terminologies
  3. Different Types of Functions
  4. Function Declarations
  5. Function Executions
  6. Parameter
  7. Call Stack
  8. Nested Functions
  9. Functions Scope
  10. Closure
  11. Callback Function
  12. Higher Order Function
  13. Pure Function
  14. IIFE
  15. Recursion

?‍? জাভাস্ক্রিপ্ট functionকী?

function হলো একটি কোড ব্লক যা একটি নির্দিষ্ট কর্মসম্পাদনে ব্যবহার করা হয়। functionএকবার define করা হলে বার বার ব্যবহার করা যায়। এতে কোড পূনরাবৃত্তি হ্রাস পাই।


?‍? Functions Terminologies:

? Defining functions (function তৈরী করা):

a. Function Declarations:

যখন একটি functionকে keyword- function, function এর একটি নাম, এক বা একাধিক parameterএবং statementব্যবহার করে তৈরী করা হয় তকে function declaration বলে। function declaration, function statement নামে ও পরিচিত।

statement হলো function এর ভিতর {// do this task} code ব্লক। returnএর মাধ্যমে functionথেকে কাঙ্ক্ষিত ফলাফল, functionযেখানে call/invoke করা হয়, সেখানে প্রেরণ করা হয়।

All About JavaScript Function

function functionName (parameter1, parameter2) {
    return parameter1   parameter2;
}

functionName(4, 2); // Output: 6

function name যেকোন কিছু হতে পারে। তবে function call/invoke করার সময় হুবহু function name ব্যবহার করতে হয়। নামের শেষে অবশ্যই () বা parenthesesব্যবহার করতে হবে।

function parameters হলো function name এর পর parentheses এর ভিতর variable। একাধিক প্যারামিটারের জন্য প্যারামিটারের মাঝে (,) কমা ব্যবহার করতে হয়।

parameters arguments value receive **করে।

functionথেকে যে ফলাফল প্রত্যাশা করা হয় তা return কীওয়ার্ডের মাধ্যমে যেখানে functioncall করা হয়, সেখানে পাস করা হয়। return এর ফলে functionএর কাজ শেষ হয়। অর্থাৎ return এর পর functionআর কোনো কোড এক্সিকিউট করে না।

function call/invoke করার সময় ()- এর ভিতর যে value প্রদান করা হয় তাকে arguments বলে।

b. Function Expression:

function কে function name ছাড়া declare করাকে function expression বলে। Function Expression, anonymous function নামেও পরিচিত।

const functionExpressionfunction = function (num) {
    return num  1;
}

functionExpressionfunction(5); // Output: 6

NB: Function Declaration এবং Function Definition এর মধ্যে মৌলিক পার্থক্য থাকলেও সাধারণ অর্থে function create করাকে বুঝায়।


?‍? Function VS Method (function ও Method এর মধ্যে পার্থক্য):

a. Function:

Function হলো একটি স্বাধীন code block যা নির্দিষ্ট কার্য-সম্পাদন করতে পারে। function কে code এর যেকোন জায়গা থেকে callকরে ইনপুট থেকে অউটপুট পাওয়া যায়।

function greet(name) {
    return `Hello, ${name}!`;
}

console.log(greet("Rabiul")); // Output: Hello, Rabiul!

b. Methods:

Method ও একটি function তবে এটি object কে নির্দেশ করে, objectএর propertyহিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ Method সব সময় object এর property হিসেবে ব্যবহৃত হবে।

const user = {
    firstName: "Khan",
    middleName: "Rabiul",
    lastName: "Islam",
    fullName : function () {
        return `${this.firstName} ${this.middleName} ${this.lastName}` 
    }
}
console.log(user.fullName());

?‍? Parameter:

? a. Default Parameter:

JavaScript Function, parameterএর value undefinedথাকে। undefined ভেলুর সাথে অপরেশন করা সম্ভব নয়। আবার কিছু ক্ষেত্রে প্যারামিটারের ভ্যেলু সেট করার প্রয়োজন হতে পারে। সে সব ক্ষেত্রে default parameter ব্যবহার করা যায়।

function multiple (num1, num2 =1) {
    return num1 * num2;
}

multiple(5); // Output: 5 * 1 = 5
multiple(5, 2); // Output: 5 * 2 = 10

Parameters এর নির্দিষ্ট value (=value) ব্যবহার করে যতগুলো default parameter প্রয়োজন ততোগুলো ব্যবহার করা যায়।

? b. Rest Parameter:

JavaScript rest parameter অসংখ্য argument কে array আকারে receive করে। rest parameter মূলত (…নাম) দ্বারা গঠিত।

function sum (num1, num2, ...rest) {
    const restSum = rest.reduce((total, num) => total   num, 0)
    return num1   num2   restSum;
}
sum(4,5,6,7,8,10,12);

All About JavaScript Function

Rest parameter এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ

পূর্বে আমারা Function Declaration ও Function Expression নিয়ে আলোচনা করেছি। এখানে শুধু Arrow Function নিয়ে আলোচনা করা হবে।

  • একটি functionএ একটিমাত্র rest প্যারামিটার থাকতে পারবে।
  • rest প্যারামিটার সব parameterএর শেষে হবে।
  • rest প্যারামিটার এর কোন default value থাকতে পারবে না।

?‍? বিভিন্ন প্রকারের Functions:

পূর্বে আমারা Function Declaration ও Function Expression নিয়ে আলোচনা করেছি। এখানে শুধু Arrow Function নিয়ে আলোচনা করা হবে।

? Arrow Function:

Function কে সংক্ষিপ্ত আকারে লেখার জন্য arrow function ব্যবহার করা হয়।

Syntax:

() => expression

param => expression

(param) => expression

(param1, parameter2) => expression

() => {
  statements
}

param => {
  statements
}

(param1, paramN) => {
  statements
}

উদাহরণঃ

const sum = (a, b) => {
    return a   b;
};

console.log(sum(5, 10)); // আউটপুট: 15

const sum = (a, b) => a   b;

console.log(sum(5, 10)); // আউটপুট: 15

const square = x => x * x;

console.log(square(5)); // আউটপুট: 25

একটি parameter এর জন্য (), ব্যবহার প্রয়জন নেই। আবার একটি expression এর জন্য, {} এবং return keyword ব্যবহার জরুরি নয়।


?‍? Nested Function:

একটি function-কে যখন অন্য একটি function এর মধ্যে define করা হয়, তখন তাকে Nested Function বলে।

 function outerFunction () {
    console.log('outer funciton');
    function inner () {
        console.log('Inner function');
    }
    inner();
 }

console.log( outerFunction());  
// Output: outer funciton
// Inner function

প্রয়োজনে আমারা একাধিক nested function ব্যবহার করতে পারি।


?‍? Function Scope:

function scope এমন একটি ধারণা যেখানে function এর ভিতরের variable গুলোর ব্যবহার ও access ঐ function এর মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ function এর বাইরে variable গুলোর access পাওয়া যাবেনা।

function outerFunction() {
    const a = 10;
    function innerFunction() {
        const b = 5;
        console.log(a); // Logs '10'
        function corefunction() {
            console.log(a); // Logs '10'
            console.log(b); // Logs '5'
            const c = 2;
            return a   b   c; // Returns 10   5   2 = 17
        }
        return corefunction;
    }
    return innerFunction;
}

const inner = outerFunction(); // Returns innerFunction
const core = inner();          // Returns corefunction
console.log(core());          // Logs '10', '5', and '17'


console.log(a);
console.log(b);
console.log(c);

// Output: Uncaught ReferenceError: b is not defined

function এর বাইরে variable access করতে গেলে ReferenceErro; দেখাচ্ছে কেননা variable, function এর ভিতর define করা হয়েছে।

All About JavaScript Function


?‍? Closures:

কয়েকটি functionএর সমন্বয়ে গঠিত Lexical Environment, যা নির্ধারণ করে একটি functionএর মধ্যে variableঅন্য functionগুলো access/ব্যবহার পাবে কি না। অর্থাৎ, যখন একটি functionঅন্য functionএর ভিতর গঠিত হয়, তখন ভিতরের functionতার বাইরের functionএর variable মনে রাখতে পারে এবং access/ব্যবহার করতে পারে। এধারনাকে ক্লোজার(closure) বলে।

function outerFunction () {
    const outerVariable = 'This is outer variable value';
    function innerFunction () {
        console.log(outerVariable);
    }
    return innerFunction;
}

const closuer = outerFunction();
closuer();
// Output: This is outer variable value

পাশের কোড স্নিপিটে outerFunction এর ভিতর outerVariable নামে একটি variable init এবং assign করা হয়েছে। একই সাথে innerFunction নামে একটি function declare করে হয়েছে। আবার innerFunction কে console.log()/access করা হয়েছে। যেহেতু Lexical Enviornment এ inner function তার বাইরের function এর variable মনে রাখতে পারে, তাই যখন outerFunction কে call করা হলো তখন innerFunction তার outer function থেকে variable এর value গ্রহন করতে পেরেছে।

function outerFunction () {
    const a = 10;
    function innerFunction () {
        const b = 5;
        function hardCoreFunction () {
            const c = 20;
            return a   b   c;
        }
        return hardCoreFunction()
    }
    return innerFunction;
}
const closure = outerFunction();
console.log(closure())

উদাহরণ ২ঃ outerFunction Lexical Scope এর ভিতর আরো ২টি function declare করা হয়েছে innerFunction এবং hardCoreFunction। outerFunction function এর ভিতর a = 10 innerFunction এ b = 5 এবং hardCoreFunction এর ভিতর c = 20 এবং variable a, b, c variable এর সমষ্টি নির্ণয় করা হয়েছে। hardCoreFunction এর ভিতর variable a এবং b না থাকার পরও lexical enviornment এর কারোনে access করতে পারছে।

function outerFunction () {
    const a = 10;
    function innerFunction () {
        const b = 5;
        console.log(a);
        console.log(c);
        function hardCoreFunction () {
            const c = 20;
            return a   b   c;
        }
        return hardCoreFunction()
    }
    return innerFunction;
}
const closure = outerFunction();
console.log(closure())

All About JavaScript Function

উধাহরণ ৩ঃ innerFunction এর ভিতর variable a এবং c বিদ্যমান নয়। a ও c access করতে গেলে a এর value পাওয়া output পাওয়া গেলেও c variable এর access না থাকায়, Output REferenceError show করছে। বুঝারা সুবিধার্তে outerFunction কে grand_parent, innerFunction কে parent এবং hardCoreFunction child হিসেবে বিবেচনা করা হলো। child তার parent, grand_parent variable access পাই। এমনকি child সরাসরি grand_parent কেও access করতে পারবে। কিন্তু কোনো parent তার child এর variable access করতে পারবে না।

All About JavaScript Function

সহজভাবে বলতে গেলে ক্লোজার(closure) হলো যখন inner function তার Lexical Environment এ outer function থেকে variable access করে।


?‍? Callbac Function:

Arguments আকারে একটি function কে অন্য একটি function এ pass করে, কোন কার্যসম্পাদনকে callback function বলে। callback function কে function এর মধ্যে invoked/call করেতে হয়।

synchronous এবং asynchronous ২ পদ্ধতিতে callback function ব্যবহার করা যায়।

function multiplyByTwo(num, callbackFunc) {
    var result = num * 2;
    callbackFunc(result);
  }

  function ConLogResult(result) {
    console.log(result);
  }

  multiplyByTwo(5, ConLogResult);

All About JavaScript Function


?‍? Higher Order Function:

একটি function, এক বা একাধিক function arguments থেকে গ্রহণ করে অথবা ফলাফল হিসেবে function কে return করে, তাকে Higher Order Function (HoF) বলে।

? Higher Order Function এর ২টি বৈশিষ্ট্যঃ

  1. Argument এ function গ্রহণ করে।

  2. ফলাফল হিসেবে function প্রদান করে।

1. Argument এ function গ্রহণ করে:

function higherOrderFunction (callbackFun) {
    callbackFun('It is a higher Order Function');
}

function callbackFun (message) {
    console.log(message)
}

higherOrderFunction(callbackFun);

All About JavaScript Function

এখানে higherOrderFunction, call করার সময় argument এ অন্য একটি function pass করছে।

কোথায় Higher Order Function ব্যবহার করা হয়ঃ

const radius = [4,5,8];

// Calculating Area of the circle
const circleArea = function (radius) {
    const result = []; // initialized arra to store output
    for(let i = 0; i 



উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে radius variable কে access করছে। কিন্তু function এর operation গুলো ভিন্ন। এমন ক্ষেত্রে ভিন্ন operation এর জন্য ভিন্ন function তৈরী করে, অন্য একটি function এর argument এ pass করে একটি পুনঃ ব্যবহারযোগ্য function/higher order function গঠন করতে পারি।

const radius = [4,5,8];

// Calculating diameter
const diameter = function (radius) {
    const result = [];
    for (let i = 0; i



All About JavaScript Function

ধাপ ১ঃ একটি function তৈরী করি, যেটি একটি value এবং একটি function রিসিভ করতে পারবে।

ধাপ ২ঃ প্রত্যেকটি আলাদা operation এর জন্য ভিন্ন ভিন্ন function define করি।

ধাপ ৩ঃ HoFs কে call করার সময় প্রয়োজনীয় operation/function কে pass করি। এখানে value = radius এবং function/operaton = diameter/area;

ধাপ ৪ঃ callback function কে function টির ভিতর call করি। argument এ প্রয়োজনীয় value pass করি।

এখন function/operation টি অটোমেটিক প্রাপ্ত value থেকে operation সম্পন্ন করে HoFs এর যেখানে call করা হয়েছে, সেখানে প্রদান করবে।

? ২. ফলাফল হিসেবে function প্রদান করে(return a function):

Higher Order Function ফলাফল হিসেবে অন্য একটি function এর return ফল গ্রহণ করতে পারে।

function higherOrderFunction (a, b) {
     function sum (b) {
        return a   b;
    }
    return sum;
}
console.log( higherOrderFunction(4)(5));
// Output: 9


// Or

function higherOrderFunction (a, b) {
    return function sum (b) {
       return a   b;
   }
}
console.log( higherOrderFunction(4)(5));
// Output: 9

ব্যবহারঃ

  1. Array: map(), reduce(), filter(), sort()...
  2. Object: Object.entries()
  3. Custom

উদাহরণ ১ঃ

একটি array এর প্রতিটি number element কে ২ দ্বারা গুণ করতে হবে।

const users = [
    {firstName: 'Khan', lastName: 'Rabiul', age: 30},
    {firstName: 'Anisul', lastName: 'Islam', age: 20},
    {firstName: 'Shahidul', lastName: 'Islam', age: 25},
    {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32},
    {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37},
]

const usersFullName = users.map(user => user.firstName   ' '   user.lastName);

console.log(usersFullName);

// Output: ['Khan Rabiul', 'Anisul Islam', 'Shahidul Islam', 'Mr. Sabbir', 'Sk. Shamim']

উদাহরণ ৩ঃ

একটি array of object থেকে age এর সমষ্টি বের করতে হবে;

const users = [
    {firstName: 'Khan', lastName: 'Rabiul', age: 30},
    {firstName: 'Anisul', lastName: 'Islam', age: 20},
    {firstName: 'Shahidul', lastName: 'Islam', age: 25},
    {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32},
    {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37},
]

const ageOver30 = users.filter(user => user.age > 30);
console.log(ageOver30);

//Output : {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32},
//         {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37},

উদাহরণ ৫ঃ

একটি array of object থেকে যাদের age এর ক্রমানুসারে লিস্ট বের করতে হবে;

const users = [
    {firstName: 'Khan', lastName: 'Rabiul', age: 30},
    {firstName: 'Anisul', lastName: 'Islam', age: 20},
    {firstName: 'Shahidul', lastName: 'Islam', age: 25},
    {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32},
    {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37},
]

const sortedByAge = users.sort((a, b) => a.age - b.age);
console.log(sortedByAge);

// Output:
//       {firstName: 'Anisul', lastName: 'Islam', age: 20} 
//       {firstName: 'Shahidul', lastName: 'Islam', age: 25}
//       {firstName: 'Khan', lastName: 'Rabiul', age: 30}
//       {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32}
//       {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37}

উদাহরণ ৬ঃ উপরের উদাহরণ গুলো যদিও আমরা HoFs এর সাহায্যে সমাধান করেছি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে, প্রতি ক্ষেত্রে আমারা একই array of object input এ গ্রহণ করছি আর ভিন্ন operation চালাচ্ছি। যদি আমরা একটি function create করি, যেখানে একটি input এবং ভিন্ন operation এর জন্য ভিন্ন function callback এ ইনপুট নিতে পারবে। তা হলে function টি পুনঃ ব্যবহার যোগ্য ও আরো ডাইনামিক হবে।

const users = [
    {firstName: 'Khan', lastName: 'Rabiul', age: 30},
    {firstName: 'Anisul', lastName: 'Islam', age: 20},
    {firstName: 'Shahidul', lastName: 'Islam', age: 25},
    {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32},
    {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37},
];

// আমাদের প্রয়োজনী ভিন্ন function সমূহঃ

// ০১, একটি array of object থেকে users full name লিস্ট তৈরী করতে হবে;
const getFullName = function(user) {
    return user.firstName   " "   user.lastName
}

// উদাহরণ ২, একটি array of object থেকে যাদের age ৩০ এর বেশি তাদের লিস্ট বের করতে হবে;
const getAgeOver30 = user => user.age 





const numbers = [4,5,8,3,7,9,10,56];

const calculate = function(numbers, operation) {
    let output = [];
    for(let i = 0; i 



অর্থাৎ function return পেলে বা arguments থেকে এক বা একাধিক function গ্রহণ করলে function টি, Higher Order function।


?‍? Recursion Function

যখন কোন সমস্যা সমাধানের জন্য একি কাজ বার বার করতে হয়, তখন তাকে Recursive Function বলে।

প্রত্যাশিত ফলাফল পাওয়ার জন্য কোন কাজ বার বার করা(function call করা)-কে recursion function বলে। **
উদাহরণ: ফ্যাক্টোরিয়াল ফাংশন

function factorial (num) {
    // base case

    if(num === 0) {
        return 1;
    }
    return num * factorial(num -1);
}

console.log(factorial(5));
// Output: 120

All About JavaScript Function

All About JavaScript Function

?‍? Recursion কীভাবে কাজ করেঃ

  1. Function Declaration
  2. Base Case
  3. Recursive Call command

? Function Declaration:

সাধারণ function যেভাবে declare করা হয়, এটাও ঠিক তেমন।

    function recursionFunction () {

    }

Base Case:

Base Case ই *recursion function* এর মূল ভিত্তি।

Base case ছাড়া *recursion function* একটি অসীম লুপে পরিণত হবে এবং প্রোগ্রাম ক্র্যাশ করবে।

*Recursion* ফাংশনে "base case" হলো এমন একটি শর্ত যা self-calling বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। এই শর্তটি পূরণ হলে ফাংশনটি আর নিজেকে কল করে না এবং একটি নির্দিষ্ট মান রিটার্ন করে।

`*Base case*` মূলত একটি স্টপিং পয়েন্ট, যা রিকারসনকে অসীম লুপে পরিণত হওয়া থেকে রক্ষা করে।

উপরের উদাহ্রন্টিতে *base case* হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে যখন num = 0; হবে *return* value হবে 1 এবং *function* টি বন্ধ হবে। **

  if(num === 0) {
        return 1;
    }

? The Recursion Call command:

এই অংশটি মূলত একটি funciton বার বার *call* করার জন্য দায়ী। আবার অংশ থেকেই কাঙ্ক্ষিত ফলাফল নির্ধারিত হয়। উদাহরণ এরঃ

*return num * factorial(num -1);*

উদাহরণ ২ঃ একটি function তৈরী কর, যেটি প্রাপ্ত সংখ্যাকে বিপরীতক্রমে আউটপুট প্রদান করবে;

    // function declaration
    function decendingOrder (num) {
        let decndingNumbers = [];
        // base case
        if(num 



উদাহরণ ৩ঃ একটি function তৈরী কর, যেটি প্রাপ্ত stirng বিপরীতক্রমে আউটপুট প্রদান করবে;

   function reverseString (string) {
    if (string.length == 1) {
        return string;
    } else {
        return string.slice(-1)   reverseString(string.slice(0, -1));
    }
   }

   console.log(reverseString("string"));
   //Output: "gnirts"


// 1. slice মেথডটি স্ট্রিং থেকে একটি নির্দিষ্ট অংশ কাটে এবং নতুন একটি স্ট্রিং রিটার্ন করে।

// 2. এখানে slice(-1) ব্যবহার করা হয়েছে, যার মানে হলো স্ট্রিং এর শেষ অক্ষরটি কেটে নেওয়া।
// উদাহরণ: "string".slice(-1) এর আউটপুট হবে "g"।
// string.slice(0, -1):

// slice(0, -1) ব্যবহার করে স্ট্রিং এর প্রথম থেকে (ইন্ডেক্স 0 থেকে) শেষের ঠিক আগের অক্ষর পর্যন্ত সবকিছু কেটে নেওয়া হয়।
// উদাহরণ: "string".slice(0, -1) এর আউটপুট হবে "strin"।
//   অপারেটর:

//   অপারেটর এখানে স্ট্রিং কনক্যাটিনেশন (দুই বা ততোধিক স্ট্রিং একত্রিত করা) এর জন্য ব্যবহৃত হচ্ছে।
// উদাহরণ: "g"   "strin" এর আউটপুট হবে "gstrin"।


// reverseString("string") এর ধাপে ধাপে প্রসেসিং হবে:

// প্রথম কল: "g"   reverseString("strin")
// দ্বিতীয় কল: "n"   reverseString("stri")
// তৃতীয় কল: "i"   reverseString("str")
// চতুর্থ কল: "r"   reverseString("st")
// পঞ্চম কল: "t"   reverseString("s")
// ষষ্ঠ কল (Base case): "s"
//ফাইনালি, সব কনক্যাটিনেশন হয়ে উল্টো স্ট্রিং "gnirts" রিটার্ন হবে।

? Or, with loop

const str = "small";

function rev(str) {
    let revStr= "";
    for(let i = str.length -1; i>= 0; i--) {
        revStr  = str[i];
    }
    return revStr;
}
console.log(rev(str));
// Output: llams

Recursion function কোড পড়া ও সহজে ভূল খুজে পেতে সাহায্য করে কিন্তু অসংখ্যবার function call করার কারণে performance খারাপ হতে পারে।


?‍? Currying

currying function এমন functional ধারণা যেখানে একাধিক arguments থাকলেও function টি এক সাথে একটির বেশি argument receive করে না। অর্থাৎ প্রতিটি argument এর জন্য একটি function declare ও return করে। তবে কোন function এর জন্য argument pass করলেও function টি সঠিকভাবে কাজ করতে পারে। এটি কোডের পুনঃব্যবহারযোগ্যতা বাড়ায় এবং কোডকে ছোট ও স্পষ্ট করে তোলে।

function add(a) {
    return function(b) {
        return function(c) {
            return a   b   c;
        }
    }
}

console.log(add(1)(2)(3)); // Output: 6

*একটি argument না দিয়েঃ *

function add(a) {
    return function(b) {
        return function(c) {
            return a   b ;
        }
    }
}

console.log(add(1)(2)()); // Output: 3


版本聲明 本文轉載於:https://dev.to/khanrabiul/all-about-javascript-function-1e32?1如有侵犯,請聯絡[email protected]刪除
最新教學 更多>
  • PHP陣列鍵值異常:了解07和08的好奇情況
    PHP陣列鍵值異常:了解07和08的好奇情況
    PHP數組鍵值問題,使用07&08 在給定數月的數組中,鍵值07和08呈現令人困惑的行為時,就會出現一個不尋常的問題。運行print_r($月)返回意外結果:鍵“ 07”丟失,而鍵“ 08”分配給了9月的值。 此問題源於PHP對領先零的解釋。當一個數字帶有0(例如07或08)的前綴時,PHP將...
    程式設計 發佈於2025-07-14
  • PHP與C++函數重載處理的區別
    PHP與C++函數重載處理的區別
    作為經驗豐富的C開發人員脫離謎題,您可能會遇到功能超載的概念。這個概念雖然在C中普遍,但在PHP中構成了獨特的挑戰。讓我們深入研究PHP功能過載的複雜性,並探索其提供的可能性。 在PHP中理解php的方法在PHP中,函數超載的概念(如C等語言)不存在。函數簽名僅由其名稱定義,而與他們的參數列表無關...
    程式設計 發佈於2025-07-14
  • 圖片在Chrome中為何仍有邊框? `border: none;`無效解決方案
    圖片在Chrome中為何仍有邊框? `border: none;`無效解決方案
    在chrome 在使用Chrome and IE9中的圖像時遇到的一個頻繁的問題是圍繞圖像的持續薄薄邊框,儘管指定了圖像,儘管指定了;和“邊境:無;”在CSS中。要解決此問題,請考慮以下方法: Chrome具有忽略“ border:none; none;”的已知錯誤,風格。要解決此問題,請使用以下...
    程式設計 發佈於2025-07-14
  • 如何從Google API中檢索最新的jQuery庫?
    如何從Google API中檢索最新的jQuery庫?
    從Google APIS 問題中提供的jQuery URL是版本1.2.6。對於檢索最新版本,以前有一種使用特定版本編號的替代方法,它是使用以下語法:獲取最新版本:未壓縮)While these legacy URLs still remain in use, it is recommended ...
    程式設計 發佈於2025-07-14
  • 為什麼我在Silverlight Linq查詢中獲得“無法找到查詢模式的實現”錯誤?
    為什麼我在Silverlight Linq查詢中獲得“無法找到查詢模式的實現”錯誤?
    查詢模式實現缺失:解決“無法找到”錯誤在銀光應用程序中,嘗試使用LINQ建立錯誤的數據庫連接的嘗試,無法找到以查詢模式的實現。 ”當省略LINQ名稱空間或查詢類型缺少IEnumerable 實現時,通常會發生此錯誤。 解決問題來驗證該類型的質量是至關重要的。在此特定實例中,tblpersoon可能...
    程式設計 發佈於2025-07-14
  • PHP SimpleXML解析帶命名空間冒號的XML方法
    PHP SimpleXML解析帶命名空間冒號的XML方法
    在php 很少,請使用該限制很大,很少有很高。例如:這種技術可確保可以通過遍歷XML樹和使用兒童()方法()方法的XML樹和切換名稱空間來訪問名稱空間內的元素。
    程式設計 發佈於2025-07-14
  • 如何在Chrome中居中選擇框文本?
    如何在Chrome中居中選擇框文本?
    選擇框的文本對齊:局部chrome-inly-ly-ly-lyly solument 您可能希望將文本中心集中在選擇框中,以獲取優化的原因或提高可訪問性。但是,在CSS中的選擇元素中手動添加一個文本 - 對屬性可能無法正常工作。 初始嘗試 state)</option> < o...
    程式設計 發佈於2025-07-14
  • 如何將多種用戶類型(學生,老師和管理員)重定向到Firebase應用中的各自活動?
    如何將多種用戶類型(學生,老師和管理員)重定向到Firebase應用中的各自活動?
    Red: How to Redirect Multiple User Types to Respective ActivitiesUnderstanding the ProblemIn a Firebase-based voting app with three distinct user type...
    程式設計 發佈於2025-07-14
  • Python高效去除文本中HTML標籤方法
    Python高效去除文本中HTML標籤方法
    在Python中剝離HTML標籤,以獲取原始的文本表示Achieving Text-Only Extraction with Python's MLStripperTo streamline the stripping process, the Python standard librar...
    程式設計 發佈於2025-07-14
  • CSS強類型語言解析
    CSS強類型語言解析
    您可以通过其强度或弱输入的方式对编程语言进行分类的方式之一。在这里,“键入”意味着是否在编译时已知变量。一个例子是一个场景,将整数(1)添加到包含整数(“ 1”)的字符串: result = 1 "1";包含整数的字符串可能是由带有许多运动部件的复杂逻辑套件无意间生成的。它也可以是故意从单个真理...
    程式設計 發佈於2025-07-13
  • 為什麼我的CSS背景圖像出現?
    為什麼我的CSS背景圖像出現?
    故障排除:CSS背景圖像未出現 ,您的背景圖像儘管遵循教程說明,但您的背景圖像仍未加載。圖像和样式表位於相同的目錄中,但背景仍然是空白的白色帆布。 而不是不棄用的,您已經使用了CSS樣式: bockent {背景:封閉圖像文件名:背景圖:url(nickcage.jpg); 如果您的html,cs...
    程式設計 發佈於2025-07-13
  • 如何干淨地刪除匿名JavaScript事件處理程序?
    如何干淨地刪除匿名JavaScript事件處理程序?
    刪除匿名事件偵聽器將匿名事件偵聽器添加到元素中會提供靈活性和簡單性,但是當要刪除它們時,可以構成挑戰,而無需替換元素本身就可以替換一個問題。 element? element.addeventlistener(event,function(){/在這里工作/},false); 要解決此問題,請考...
    程式設計 發佈於2025-07-13
  • 在GO中構造SQL查詢時,如何安全地加入文本和值?
    在GO中構造SQL查詢時,如何安全地加入文本和值?
    在go中構造文本sql查詢時,在go sql queries 中,在使用conting and contement和contement consem per時,尤其是在使用integer per當per當per時,per per per當per. 在GO中實現這一目標的慣用方法是使用fmt.spr...
    程式設計 發佈於2025-07-13
  • 如何使用Depimal.parse()中的指數表示法中的數字?
    如何使用Depimal.parse()中的指數表示法中的數字?
    在嘗試使用Decimal.parse(“ 1.2345e-02”中的指數符號表示法表示的字符串時,您可能會遇到錯誤。這是因為默認解析方法無法識別指數符號。 成功解析這樣的字符串,您需要明確指定它代表浮點數。您可以使用numbersTyles.Float樣式進行此操作,如下所示:[&& && && ...
    程式設計 發佈於2025-07-13
  • 如何使用PHP將斑點(圖像)正確插入MySQL?
    如何使用PHP將斑點(圖像)正確插入MySQL?
    essue VALUES('$this->image_id','file_get_contents($tmp_image)')";This code builds a string in PHP, but the function call fil...
    程式設計 發佈於2025-07-13

免責聲明: 提供的所有資源部分來自互聯網,如果有侵犯您的版權或其他權益,請說明詳細緣由並提供版權或權益證明然後發到郵箱:[email protected] 我們會在第一時間內為您處理。

Copyright© 2022 湘ICP备2022001581号-3