」工欲善其事,必先利其器。「—孔子《論語.錄靈公》
首頁 > 程式設計 > 關於 JavaScript 函數

關於 JavaScript 函數

發佈於2024-11-04
瀏覽:158

What We Will Learn?

  1. What Is Function
  2. Terminologies
  3. Different Types of Functions
  4. Function Declarations
  5. Function Executions
  6. Parameter
  7. Call Stack
  8. Nested Functions
  9. Functions Scope
  10. Closure
  11. Callback Function
  12. Higher Order Function
  13. Pure Function
  14. IIFE
  15. Recursion

?‍? জাভাস্ক্রিপ্ট functionকী?

function হলো একটি কোড ব্লক যা একটি নির্দিষ্ট কর্মসম্পাদনে ব্যবহার করা হয়। functionএকবার define করা হলে বার বার ব্যবহার করা যায়। এতে কোড পূনরাবৃত্তি হ্রাস পাই।


?‍? Functions Terminologies:

? Defining functions (function তৈরী করা):

a. Function Declarations:

যখন একটি functionকে keyword- function, function এর একটি নাম, এক বা একাধিক parameterএবং statementব্যবহার করে তৈরী করা হয় তকে function declaration বলে। function declaration, function statement নামে ও পরিচিত।

statement হলো function এর ভিতর {// do this task} code ব্লক। returnএর মাধ্যমে functionথেকে কাঙ্ক্ষিত ফলাফল, functionযেখানে call/invoke করা হয়, সেখানে প্রেরণ করা হয়।

All About JavaScript Function

function functionName (parameter1, parameter2) {
    return parameter1   parameter2;
}

functionName(4, 2); // Output: 6

function name যেকোন কিছু হতে পারে। তবে function call/invoke করার সময় হুবহু function name ব্যবহার করতে হয়। নামের শেষে অবশ্যই () বা parenthesesব্যবহার করতে হবে।

function parameters হলো function name এর পর parentheses এর ভিতর variable। একাধিক প্যারামিটারের জন্য প্যারামিটারের মাঝে (,) কমা ব্যবহার করতে হয়।

parameters arguments value receive **করে।

functionথেকে যে ফলাফল প্রত্যাশা করা হয় তা return কীওয়ার্ডের মাধ্যমে যেখানে functioncall করা হয়, সেখানে পাস করা হয়। return এর ফলে functionএর কাজ শেষ হয়। অর্থাৎ return এর পর functionআর কোনো কোড এক্সিকিউট করে না।

function call/invoke করার সময় ()- এর ভিতর যে value প্রদান করা হয় তাকে arguments বলে।

b. Function Expression:

function কে function name ছাড়া declare করাকে function expression বলে। Function Expression, anonymous function নামেও পরিচিত।

const functionExpressionfunction = function (num) {
    return num  1;
}

functionExpressionfunction(5); // Output: 6

NB: Function Declaration এবং Function Definition এর মধ্যে মৌলিক পার্থক্য থাকলেও সাধারণ অর্থে function create করাকে বুঝায়।


?‍? Function VS Method (function ও Method এর মধ্যে পার্থক্য):

a. Function:

Function হলো একটি স্বাধীন code block যা নির্দিষ্ট কার্য-সম্পাদন করতে পারে। function কে code এর যেকোন জায়গা থেকে callকরে ইনপুট থেকে অউটপুট পাওয়া যায়।

function greet(name) {
    return `Hello, ${name}!`;
}

console.log(greet("Rabiul")); // Output: Hello, Rabiul!

b. Methods:

Method ও একটি function তবে এটি object কে নির্দেশ করে, objectএর propertyহিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ Method সব সময় object এর property হিসেবে ব্যবহৃত হবে।

const user = {
    firstName: "Khan",
    middleName: "Rabiul",
    lastName: "Islam",
    fullName : function () {
        return `${this.firstName} ${this.middleName} ${this.lastName}` 
    }
}
console.log(user.fullName());

?‍? Parameter:

? a. Default Parameter:

JavaScript Function, parameterএর value undefinedথাকে। undefined ভেলুর সাথে অপরেশন করা সম্ভব নয়। আবার কিছু ক্ষেত্রে প্যারামিটারের ভ্যেলু সেট করার প্রয়োজন হতে পারে। সে সব ক্ষেত্রে default parameter ব্যবহার করা যায়।

function multiple (num1, num2 =1) {
    return num1 * num2;
}

multiple(5); // Output: 5 * 1 = 5
multiple(5, 2); // Output: 5 * 2 = 10

Parameters এর নির্দিষ্ট value (=value) ব্যবহার করে যতগুলো default parameter প্রয়োজন ততোগুলো ব্যবহার করা যায়।

? b. Rest Parameter:

JavaScript rest parameter অসংখ্য argument কে array আকারে receive করে। rest parameter মূলত (…নাম) দ্বারা গঠিত।

function sum (num1, num2, ...rest) {
    const restSum = rest.reduce((total, num) => total   num, 0)
    return num1   num2   restSum;
}
sum(4,5,6,7,8,10,12);

All About JavaScript Function

Rest parameter এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ

পূর্বে আমারা Function Declaration ও Function Expression নিয়ে আলোচনা করেছি। এখানে শুধু Arrow Function নিয়ে আলোচনা করা হবে।

  • একটি functionএ একটিমাত্র rest প্যারামিটার থাকতে পারবে।
  • rest প্যারামিটার সব parameterএর শেষে হবে।
  • rest প্যারামিটার এর কোন default value থাকতে পারবে না।

?‍? বিভিন্ন প্রকারের Functions:

পূর্বে আমারা Function Declaration ও Function Expression নিয়ে আলোচনা করেছি। এখানে শুধু Arrow Function নিয়ে আলোচনা করা হবে।

? Arrow Function:

Function কে সংক্ষিপ্ত আকারে লেখার জন্য arrow function ব্যবহার করা হয়।

Syntax:

() => expression

param => expression

(param) => expression

(param1, parameter2) => expression

() => {
  statements
}

param => {
  statements
}

(param1, paramN) => {
  statements
}

উদাহরণঃ

const sum = (a, b) => {
    return a   b;
};

console.log(sum(5, 10)); // আউটপুট: 15

const sum = (a, b) => a   b;

console.log(sum(5, 10)); // আউটপুট: 15

const square = x => x * x;

console.log(square(5)); // আউটপুট: 25

একটি parameter এর জন্য (), ব্যবহার প্রয়জন নেই। আবার একটি expression এর জন্য, {} এবং return keyword ব্যবহার জরুরি নয়।


?‍? Nested Function:

একটি function-কে যখন অন্য একটি function এর মধ্যে define করা হয়, তখন তাকে Nested Function বলে।

 function outerFunction () {
    console.log('outer funciton');
    function inner () {
        console.log('Inner function');
    }
    inner();
 }

console.log( outerFunction());  
// Output: outer funciton
// Inner function

প্রয়োজনে আমারা একাধিক nested function ব্যবহার করতে পারি।


?‍? Function Scope:

function scope এমন একটি ধারণা যেখানে function এর ভিতরের variable গুলোর ব্যবহার ও access ঐ function এর মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ function এর বাইরে variable গুলোর access পাওয়া যাবেনা।

function outerFunction() {
    const a = 10;
    function innerFunction() {
        const b = 5;
        console.log(a); // Logs '10'
        function corefunction() {
            console.log(a); // Logs '10'
            console.log(b); // Logs '5'
            const c = 2;
            return a   b   c; // Returns 10   5   2 = 17
        }
        return corefunction;
    }
    return innerFunction;
}

const inner = outerFunction(); // Returns innerFunction
const core = inner();          // Returns corefunction
console.log(core());          // Logs '10', '5', and '17'


console.log(a);
console.log(b);
console.log(c);

// Output: Uncaught ReferenceError: b is not defined

function এর বাইরে variable access করতে গেলে ReferenceErro; দেখাচ্ছে কেননা variable, function এর ভিতর define করা হয়েছে।

All About JavaScript Function


?‍? Closures:

কয়েকটি functionএর সমন্বয়ে গঠিত Lexical Environment, যা নির্ধারণ করে একটি functionএর মধ্যে variableঅন্য functionগুলো access/ব্যবহার পাবে কি না। অর্থাৎ, যখন একটি functionঅন্য functionএর ভিতর গঠিত হয়, তখন ভিতরের functionতার বাইরের functionএর variable মনে রাখতে পারে এবং access/ব্যবহার করতে পারে। এধারনাকে ক্লোজার(closure) বলে।

function outerFunction () {
    const outerVariable = 'This is outer variable value';
    function innerFunction () {
        console.log(outerVariable);
    }
    return innerFunction;
}

const closuer = outerFunction();
closuer();
// Output: This is outer variable value

পাশের কোড স্নিপিটে outerFunction এর ভিতর outerVariable নামে একটি variable init এবং assign করা হয়েছে। একই সাথে innerFunction নামে একটি function declare করে হয়েছে। আবার innerFunction কে console.log()/access করা হয়েছে। যেহেতু Lexical Enviornment এ inner function তার বাইরের function এর variable মনে রাখতে পারে, তাই যখন outerFunction কে call করা হলো তখন innerFunction তার outer function থেকে variable এর value গ্রহন করতে পেরেছে।

function outerFunction () {
    const a = 10;
    function innerFunction () {
        const b = 5;
        function hardCoreFunction () {
            const c = 20;
            return a   b   c;
        }
        return hardCoreFunction()
    }
    return innerFunction;
}
const closure = outerFunction();
console.log(closure())

উদাহরণ ২ঃ outerFunction Lexical Scope এর ভিতর আরো ২টি function declare করা হয়েছে innerFunction এবং hardCoreFunction। outerFunction function এর ভিতর a = 10 innerFunction এ b = 5 এবং hardCoreFunction এর ভিতর c = 20 এবং variable a, b, c variable এর সমষ্টি নির্ণয় করা হয়েছে। hardCoreFunction এর ভিতর variable a এবং b না থাকার পরও lexical enviornment এর কারোনে access করতে পারছে।

function outerFunction () {
    const a = 10;
    function innerFunction () {
        const b = 5;
        console.log(a);
        console.log(c);
        function hardCoreFunction () {
            const c = 20;
            return a   b   c;
        }
        return hardCoreFunction()
    }
    return innerFunction;
}
const closure = outerFunction();
console.log(closure())

All About JavaScript Function

উধাহরণ ৩ঃ innerFunction এর ভিতর variable a এবং c বিদ্যমান নয়। a ও c access করতে গেলে a এর value পাওয়া output পাওয়া গেলেও c variable এর access না থাকায়, Output REferenceError show করছে। বুঝারা সুবিধার্তে outerFunction কে grand_parent, innerFunction কে parent এবং hardCoreFunction child হিসেবে বিবেচনা করা হলো। child তার parent, grand_parent variable access পাই। এমনকি child সরাসরি grand_parent কেও access করতে পারবে। কিন্তু কোনো parent তার child এর variable access করতে পারবে না।

All About JavaScript Function

সহজভাবে বলতে গেলে ক্লোজার(closure) হলো যখন inner function তার Lexical Environment এ outer function থেকে variable access করে।


?‍? Callbac Function:

Arguments আকারে একটি function কে অন্য একটি function এ pass করে, কোন কার্যসম্পাদনকে callback function বলে। callback function কে function এর মধ্যে invoked/call করেতে হয়।

synchronous এবং asynchronous ২ পদ্ধতিতে callback function ব্যবহার করা যায়।

function multiplyByTwo(num, callbackFunc) {
    var result = num * 2;
    callbackFunc(result);
  }

  function ConLogResult(result) {
    console.log(result);
  }

  multiplyByTwo(5, ConLogResult);

All About JavaScript Function


?‍? Higher Order Function:

একটি function, এক বা একাধিক function arguments থেকে গ্রহণ করে অথবা ফলাফল হিসেবে function কে return করে, তাকে Higher Order Function (HoF) বলে।

? Higher Order Function এর ২টি বৈশিষ্ট্যঃ

  1. Argument এ function গ্রহণ করে।

  2. ফলাফল হিসেবে function প্রদান করে।

1. Argument এ function গ্রহণ করে:

function higherOrderFunction (callbackFun) {
    callbackFun('It is a higher Order Function');
}

function callbackFun (message) {
    console.log(message)
}

higherOrderFunction(callbackFun);

All About JavaScript Function

এখানে higherOrderFunction, call করার সময় argument এ অন্য একটি function pass করছে।

কোথায় Higher Order Function ব্যবহার করা হয়ঃ

const radius = [4,5,8];

// Calculating Area of the circle
const circleArea = function (radius) {
    const result = []; // initialized arra to store output
    for(let i = 0; i 



উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে radius variable কে access করছে। কিন্তু function এর operation গুলো ভিন্ন। এমন ক্ষেত্রে ভিন্ন operation এর জন্য ভিন্ন function তৈরী করে, অন্য একটি function এর argument এ pass করে একটি পুনঃ ব্যবহারযোগ্য function/higher order function গঠন করতে পারি।

const radius = [4,5,8];

// Calculating diameter
const diameter = function (radius) {
    const result = [];
    for (let i = 0; i

All About JavaScript Function

ধাপ ১ঃ একটি function তৈরী করি, যেটি একটি value এবং একটি function রিসিভ করতে পারবে।

ধাপ ২ঃ প্রত্যেকটি আলাদা operation এর জন্য ভিন্ন ভিন্ন function define করি।

ধাপ ৩ঃ HoFs কে call করার সময় প্রয়োজনীয় operation/function কে pass করি। এখানে value = radius এবং function/operaton = diameter/area;

ধাপ ৪ঃ callback function কে function টির ভিতর call করি। argument এ প্রয়োজনীয় value pass করি।

এখন function/operation টি অটোমেটিক প্রাপ্ত value থেকে operation সম্পন্ন করে HoFs এর যেখানে call করা হয়েছে, সেখানে প্রদান করবে।

? ২. ফলাফল হিসেবে function প্রদান করে(return a function):

Higher Order Function ফলাফল হিসেবে অন্য একটি function এর return ফল গ্রহণ করতে পারে।

function higherOrderFunction (a, b) {
     function sum (b) {
        return a   b;
    }
    return sum;
}
console.log( higherOrderFunction(4)(5));
// Output: 9


// Or

function higherOrderFunction (a, b) {
    return function sum (b) {
       return a   b;
   }
}
console.log( higherOrderFunction(4)(5));
// Output: 9

ব্যবহারঃ

  1. Array: map(), reduce(), filter(), sort()...
  2. Object: Object.entries()
  3. Custom

উদাহরণ ১ঃ

একটি array এর প্রতিটি number element কে ২ দ্বারা গুণ করতে হবে।

const users = [
    {firstName: 'Khan', lastName: 'Rabiul', age: 30},
    {firstName: 'Anisul', lastName: 'Islam', age: 20},
    {firstName: 'Shahidul', lastName: 'Islam', age: 25},
    {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32},
    {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37},
]

const usersFullName = users.map(user => user.firstName   ' '   user.lastName);

console.log(usersFullName);

// Output: ['Khan Rabiul', 'Anisul Islam', 'Shahidul Islam', 'Mr. Sabbir', 'Sk. Shamim']

উদাহরণ ৩ঃ

একটি array of object থেকে age এর সমষ্টি বের করতে হবে;

const users = [
    {firstName: 'Khan', lastName: 'Rabiul', age: 30},
    {firstName: 'Anisul', lastName: 'Islam', age: 20},
    {firstName: 'Shahidul', lastName: 'Islam', age: 25},
    {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32},
    {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37},
]

const ageOver30 = users.filter(user => user.age > 30);
console.log(ageOver30);

//Output : {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32},
//         {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37},

উদাহরণ ৫ঃ

একটি array of object থেকে যাদের age এর ক্রমানুসারে লিস্ট বের করতে হবে;

const users = [
    {firstName: 'Khan', lastName: 'Rabiul', age: 30},
    {firstName: 'Anisul', lastName: 'Islam', age: 20},
    {firstName: 'Shahidul', lastName: 'Islam', age: 25},
    {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32},
    {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37},
]

const sortedByAge = users.sort((a, b) => a.age - b.age);
console.log(sortedByAge);

// Output:
//       {firstName: 'Anisul', lastName: 'Islam', age: 20} 
//       {firstName: 'Shahidul', lastName: 'Islam', age: 25}
//       {firstName: 'Khan', lastName: 'Rabiul', age: 30}
//       {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32}
//       {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37}

উদাহরণ ৬ঃ উপরের উদাহরণ গুলো যদিও আমরা HoFs এর সাহায্যে সমাধান করেছি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে, প্রতি ক্ষেত্রে আমারা একই array of object input এ গ্রহণ করছি আর ভিন্ন operation চালাচ্ছি। যদি আমরা একটি function create করি, যেখানে একটি input এবং ভিন্ন operation এর জন্য ভিন্ন function callback এ ইনপুট নিতে পারবে। তা হলে function টি পুনঃ ব্যবহার যোগ্য ও আরো ডাইনামিক হবে।

const users = [
    {firstName: 'Khan', lastName: 'Rabiul', age: 30},
    {firstName: 'Anisul', lastName: 'Islam', age: 20},
    {firstName: 'Shahidul', lastName: 'Islam', age: 25},
    {firstName: 'Mr.', lastName: 'Sabbir', age: 32},
    {firstName: 'Sk.', lastName: 'Shamim', age: 37},
];

// আমাদের প্রয়োজনী ভিন্ন function সমূহঃ

// ০১, একটি array of object থেকে users full name লিস্ট তৈরী করতে হবে;
const getFullName = function(user) {
    return user.firstName   " "   user.lastName
}

// উদাহরণ ২, একটি array of object থেকে যাদের age ৩০ এর বেশি তাদের লিস্ট বের করতে হবে;
const getAgeOver30 = user => user.age 





const numbers = [4,5,8,3,7,9,10,56];

const calculate = function(numbers, operation) {
    let output = [];
    for(let i = 0; i 



অর্থাৎ function return পেলে বা arguments থেকে এক বা একাধিক function গ্রহণ করলে function টি, Higher Order function।


?‍? Recursion Function

যখন কোন সমস্যা সমাধানের জন্য একি কাজ বার বার করতে হয়, তখন তাকে Recursive Function বলে।

প্রত্যাশিত ফলাফল পাওয়ার জন্য কোন কাজ বার বার করা(function call করা)-কে recursion function বলে। **
উদাহরণ: ফ্যাক্টোরিয়াল ফাংশন

function factorial (num) {
    // base case

    if(num === 0) {
        return 1;
    }
    return num * factorial(num -1);
}

console.log(factorial(5));
// Output: 120

All About JavaScript Function

All About JavaScript Function

?‍? Recursion কীভাবে কাজ করেঃ

  1. Function Declaration
  2. Base Case
  3. Recursive Call command

? Function Declaration:

সাধারণ function যেভাবে declare করা হয়, এটাও ঠিক তেমন।

    function recursionFunction () {

    }

Base Case:

Base Case ই *recursion function* এর মূল ভিত্তি।

Base case ছাড়া *recursion function* একটি অসীম লুপে পরিণত হবে এবং প্রোগ্রাম ক্র্যাশ করবে।

*Recursion* ফাংশনে "base case" হলো এমন একটি শর্ত যা self-calling বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। এই শর্তটি পূরণ হলে ফাংশনটি আর নিজেকে কল করে না এবং একটি নির্দিষ্ট মান রিটার্ন করে।

`*Base case*` মূলত একটি স্টপিং পয়েন্ট, যা রিকারসনকে অসীম লুপে পরিণত হওয়া থেকে রক্ষা করে।

উপরের উদাহ্রন্টিতে *base case* হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে যখন num = 0; হবে *return* value হবে 1 এবং *function* টি বন্ধ হবে। **

  if(num === 0) {
        return 1;
    }

? The Recursion Call command:

এই অংশটি মূলত একটি funciton বার বার *call* করার জন্য দায়ী। আবার অংশ থেকেই কাঙ্ক্ষিত ফলাফল নির্ধারিত হয়। উদাহরণ এরঃ

*return num * factorial(num -1);*

উদাহরণ ২ঃ একটি function তৈরী কর, যেটি প্রাপ্ত সংখ্যাকে বিপরীতক্রমে আউটপুট প্রদান করবে;

    // function declaration
    function decendingOrder (num) {
        let decndingNumbers = [];
        // base case
        if(num 



উদাহরণ ৩ঃ একটি function তৈরী কর, যেটি প্রাপ্ত stirng বিপরীতক্রমে আউটপুট প্রদান করবে;

   function reverseString (string) {
    if (string.length == 1) {
        return string;
    } else {
        return string.slice(-1)   reverseString(string.slice(0, -1));
    }
   }

   console.log(reverseString("string"));
   //Output: "gnirts"


// 1. slice মেথডটি স্ট্রিং থেকে একটি নির্দিষ্ট অংশ কাটে এবং নতুন একটি স্ট্রিং রিটার্ন করে।

// 2. এখানে slice(-1) ব্যবহার করা হয়েছে, যার মানে হলো স্ট্রিং এর শেষ অক্ষরটি কেটে নেওয়া।
// উদাহরণ: "string".slice(-1) এর আউটপুট হবে "g"।
// string.slice(0, -1):

// slice(0, -1) ব্যবহার করে স্ট্রিং এর প্রথম থেকে (ইন্ডেক্স 0 থেকে) শেষের ঠিক আগের অক্ষর পর্যন্ত সবকিছু কেটে নেওয়া হয়।
// উদাহরণ: "string".slice(0, -1) এর আউটপুট হবে "strin"।
//   অপারেটর:

//   অপারেটর এখানে স্ট্রিং কনক্যাটিনেশন (দুই বা ততোধিক স্ট্রিং একত্রিত করা) এর জন্য ব্যবহৃত হচ্ছে।
// উদাহরণ: "g"   "strin" এর আউটপুট হবে "gstrin"।


// reverseString("string") এর ধাপে ধাপে প্রসেসিং হবে:

// প্রথম কল: "g"   reverseString("strin")
// দ্বিতীয় কল: "n"   reverseString("stri")
// তৃতীয় কল: "i"   reverseString("str")
// চতুর্থ কল: "r"   reverseString("st")
// পঞ্চম কল: "t"   reverseString("s")
// ষষ্ঠ কল (Base case): "s"
//ফাইনালি, সব কনক্যাটিনেশন হয়ে উল্টো স্ট্রিং "gnirts" রিটার্ন হবে।

? Or, with loop

const str = "small";

function rev(str) {
    let revStr= "";
    for(let i = str.length -1; i>= 0; i--) {
        revStr  = str[i];
    }
    return revStr;
}
console.log(rev(str));
// Output: llams

Recursion function কোড পড়া ও সহজে ভূল খুজে পেতে সাহায্য করে কিন্তু অসংখ্যবার function call করার কারণে performance খারাপ হতে পারে।


?‍? Currying

currying function এমন functional ধারণা যেখানে একাধিক arguments থাকলেও function টি এক সাথে একটির বেশি argument receive করে না। অর্থাৎ প্রতিটি argument এর জন্য একটি function declare ও return করে। তবে কোন function এর জন্য argument pass করলেও function টি সঠিকভাবে কাজ করতে পারে। এটি কোডের পুনঃব্যবহারযোগ্যতা বাড়ায় এবং কোডকে ছোট ও স্পষ্ট করে তোলে।

function add(a) {
    return function(b) {
        return function(c) {
            return a   b   c;
        }
    }
}

console.log(add(1)(2)(3)); // Output: 6

*একটি argument না দিয়েঃ *

function add(a) {
    return function(b) {
        return function(c) {
            return a   b ;
        }
    }
}

console.log(add(1)(2)()); // Output: 3


版本聲明 本文轉載於:https://dev.to/khanrabiul/all-about-javascript-function-1e32?1如有侵犯,請聯絡[email protected]刪除
最新教學 更多>
  • 如何在 PHP 中組合兩個關聯數組,同時保留唯一 ID 並處理重複名稱?
    如何在 PHP 中組合兩個關聯數組,同時保留唯一 ID 並處理重複名稱?
    在 PHP 中組合關聯數組在 PHP 中,將兩個關聯數組組合成一個數組是常見任務。考慮以下請求:問題描述:提供的代碼定義了兩個關聯數組,$array1 和 $array2。目標是建立一個新陣列 $array3,它合併兩個陣列中的所有鍵值對。 此外,提供的陣列具有唯一的 ID,而名稱可能重疊。要求是建...
    程式設計 發佈於2024-11-18
  • 如何在 Chrome 實驗功能中使用 JavaScript 從瀏覽器連接到 TCP 套接字?
    如何在 Chrome 實驗功能中使用 JavaScript 從瀏覽器連接到 TCP 套接字?
    使用JavaScript 從瀏覽器連接到TCP 套接字當您尋求在瀏覽器的JavaScript 和.NET 應用程式託管的TCP 套接字之間在建立雙向通訊時,目前的Web 技術格局提出了挑戰。 到目前為止,流行的瀏覽器缺乏 JavaScript 的標準化套接字 API。然而,有希望的進展正在發生。允許...
    程式設計 發佈於2024-11-18
  • 大批
    大批
    方法是可以在物件上呼叫的 fns 數組是對象,因此它們在 JS 中也有方法。 slice(begin):將陣列的一部分提取到新數組中,而不改變原始數組。 let arr = ['a','b','c','d','e']; // Usecase: Extract till index ...
    程式設計 發佈於2024-11-18
  • 在 Go 中使用 WebSocket 進行即時通信
    在 Go 中使用 WebSocket 進行即時通信
    构建需要实时更新的应用程序(例如聊天应用程序、实时通知或协作工具)需要一种比传统 HTTP 更快、更具交互性的通信方法。这就是 WebSockets 发挥作用的地方!今天,我们将探讨如何在 Go 中使用 WebSocket,以便您可以向应用程序添加实时功能。 在这篇文章中,我们将介绍: WebSoc...
    程式設計 發佈於2024-11-18
  • 如果 Go 函數發生緊急情況,如何回傳錯誤?
    如果 Go 函數發生緊急情況,如何回傳錯誤?
    從Go 中的Defer 返回您遇到了這樣的問題:如果Go 中的函數發生緊急情況,您希望返回錯誤。這是對您的程式碼的分析和修復:func getReport(filename string) (rep report, err error) { rep.data = make(map[strin...
    程式設計 發佈於2024-11-18
  • Bootstrap 4 Beta 中的列偏移發生了什麼事?
    Bootstrap 4 Beta 中的列偏移發生了什麼事?
    Bootstrap 4 Beta:列偏移的刪除和恢復Bootstrap 4 在其Beta 1 版本中引入了重大更改柱子偏移了。然而,隨著 Beta 2 的後續發布,這些變化已經逆轉。 從 offset-md-* 到 ml-auto在 Bootstrap 4 Beta 1 中, offset-md-*...
    程式設計 發佈於2024-11-17
  • 如何有效調試 Python 程式碼:實用技巧和工具
    如何有效調試 Python 程式碼:實用技巧和工具
    Python 調試:實用技巧與工具Python 調試:實用技巧與工具在對Python 程式碼進行故障排除時,擁有一個可供使用的調試技術工具包至關重要。以下是一些非常有效的技巧:PDB:強大的斷點工具import pdb a = "a string" pdb.set_trace()...
    程式設計 發佈於2024-11-17
  • 如何在不重新啟動伺服器的情況下清除MySQL查詢快取?
    如何在不重新啟動伺服器的情況下清除MySQL查詢快取?
    在不恢復伺服器的情況下減輕MySQL 查詢快取儘管MySQL 查詢快取提供了更高的效能,但在需要時可能會發生這種情況可以在不中斷伺服器運行的情況下進行清除。以下是實現此目的的一些方法:重置查詢快取如果執行命令的使用者俱有重新載入權限,則可以使用以下命令明確刪除查詢快取指令:RESET QUERY C...
    程式設計 發佈於2024-11-17
  • MySQL 如何處理表名和列名的區分大小寫?
    MySQL 如何處理表名和列名的區分大小寫?
    MySQL 中列名和表名的大小寫敏感度MySQL 中的大小寫敏感度主題可能會讓許多用戶感到困惑。了解列名和表名的大小寫敏感度對於確保正確的資料庫操作和避免潛在的陷阱至關重要。 表名表名是否區分大小寫取決於在執行 MySQL 伺服器的作業系統上。在基於 Unix 的系統(例如 Linux)上,表名稱區...
    程式設計 發佈於2024-11-17
  • 為什麼將常數引用綁定到臨時物件會延長其生命週期?
    為什麼將常數引用綁定到臨時物件會延長其生命週期?
    為什麼將常數引用綁定到臨時物件會延長臨時物件的生命週期? C 程式語言允許常數引用來延長臨時物件的生命週期。這種行為一直是許多爭論的主題,有些人認為它可以提高程式碼設計的效能和靈活性。 這種語言功能的起源可以追溯到 1993 年,當時它被提議作為以下問題的解決方案:綁定到引用時臨時變數的處理不一致。...
    程式設計 發佈於2024-11-17
  • 如何在共享主機的子目錄中託管 Laravel 專案而不在 URL 中暴露“/public”
    如何在共享主機的子目錄中託管 Laravel 專案而不在 URL 中暴露“/public”
    在共享主機上託管 Laravel 專案時,一個常見的挑戰是確保 URL 不需要 /public 目錄。這是在子目錄中託管 Laravel 應用程式同時保持 URL 乾淨的逐步指南。 第 1 步:將 Laravel 專案上傳到伺服器 登入您的託管帳戶並存取您的文件管理器。 導覽至 ...
    程式設計 發佈於2024-11-17
  • 程式設計面試中解決問題的終極指南
    程式設計面試中解決問題的終極指南
    Common Strategies for Coding Interview Questions Two Pointers The two pointers technique is often used to solve array-related problem...
    程式設計 發佈於2024-11-17
  • 為什麼 ASAP (Atlassian) Auth 是 REST API 驗證的快速且安全的選擇?
    為什麼 ASAP (Atlassian) Auth 是 REST API 驗證的快速且安全的選擇?
    作为一名广泛使用 API 的高级开发人员,安全性和效率始终是重中之重。在保护 REST API 方面,有多种身份验证方法可用,但并非所有方法都是相同的。 Atlassian 的 ASAP(服务和项目身份验证)Auth 作为一个强大、可扩展且安全的选项而脱颖而出,特别是在处理需要强大身份验证机制的...
    程式設計 發佈於2024-11-17
  • Flexbox、Box 或 Flexbox:您應該使用哪種顯示屬性?
    Flexbox、Box 或 Flexbox:您應該使用哪種顯示屬性?
    靈活盒子模型:顯示:Flex、Box、Flexbox在 CSS3 領域,靈活盒子模型徹底改變了方式我們佈局元素。然而,豐富的顯示屬性值可能會令人困惑。 display: flex、display: box 和 display: flexbox 有什麼差別? Display: BoxFirefox 2...
    程式設計 發佈於2024-11-17
  • 如何在不使用 Python 的情況下使用 C++ 計算複雜的數學表達式?
    如何在不使用 Python 的情況下使用 C++ 計算複雜的數學表達式?
    如何在不整合Python 的情況下評估C 中的自訂數學表達式在沒有外部庫或運行時環境的情況下評估C 中的複雜數學表達式可能具有挑戰性。然而,ExprTk 庫提供了一個優雅且高效的解決方案。 讓我們考慮一個範例表達式:3 sqrt(5) pow(3, 2) log(5)使用ExprTk,我...
    程式設計 發佈於2024-11-17

免責聲明: 提供的所有資源部分來自互聯網,如果有侵犯您的版權或其他權益,請說明詳細緣由並提供版權或權益證明然後發到郵箱:[email protected] 我們會在第一時間內為您處理。

Copyright© 2022 湘ICP备2022001581号-3